বুধবার, ১২ই জুলাই, ২০১৭ ইং ২৮শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

যে ৫ চাকরিতে বেতন সবচেয়ে বেশি

AmaderBrahmanbaria.COM
জুলাই ৯, ২০১৭
news-image

---

লাইফস্টাইল ডেস্ক : চাকরিক্ষেত্রে সবচেয়ে বেশি বেতনের চাকরি কোনগুলো? এই প্রশ্নের উত্তর জানাতে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। ক্যারিয়ারকাস্ট ডট কমকে সূত্র হিসেবে নিয়ে ওই তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিনটি। প্রকাশিত ওই তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি বেতনের ৫টি চাকরি তুলে ধরা হলো গো নিউজের পাঠকদের জন্য।

শল্য চিকিৎসক
চাকরি বিষয়ক ওয়েবসাইট ‘কেরিয়ারকাস্ট’ এর হিসেবে ২০১৫ সালে সবচেয়ে বেশি বেতন পেয়েছেন সার্জন বা শল্য চিকিৎসকরা। গড়ে একেকজন চিকিৎসকের বাৎসরিক বেতন ৩ লাখ ৫২ হাজার মার্কিন ডলার।

মনোবিজ্ঞানী
ফোর্বসের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন মনোবিজ্ঞানীরা। তাদের গড় বাৎসরিক বেতন ১ লাখ ৮১ হাজার মার্কিন ডলার। তবে এই বেতন পেতে হলে তাদের ‘ডক্টর অফ মেডিসিন’ সার্টিফিকেট থাকতে হবে।

চিকিৎসক (জেনারেল প্র্যাকটিশনার)
জেনারেল প্র্যাকটিশনার বা জিপি চিকিৎসকদের চাহিদা গোটা বিশ্বেই ক্রমশ বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের গড় বেতন ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এই চাকরিতে উন্নতিও দ্রুত সম্ভব।

কর্পোরেট নির্বাহী
মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে উচুঁ পর্যায়ের একেকজন কর্পোরেট এক্সিকিউটিভ বা নির্বাহী গড়ে বেতন পান ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার। এই চাকরিতে মানসিক চাপ এবং নতুন নতুন চ্যালেঞ্জ অনেক।

দন্ত চিকিৎসক
ভালো দন্ত চিকিৎসক হতে গেলে বিশেষায়িত প্রশিক্ষণ নিতে হয়। আর তাতে খাটুনিও অনেকে। তবে বাৎসরিক বেতন ১ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার হলে সেই খাটুনি করাই যায়।

এ জাতীয় আরও খবর