এখনও ইউটিউবে পাওয়া যাচ্ছে ‘আল্লাহ মেহেরবান’ গানটি
---
মানিক হোসেন : যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘বস-টু’তে ব্যবহৃত ‘আল্লাহ মেহেরবান’ গানটি নিয়ে সমালোচনার মুখে ও আদালতের নির্দেশে ইউটিউব থেকে গানটিকে সরিয়ে নেওয়া হয়।
গানের কথাগুলো বদলে যাচ্ছে। কয়েকদিন আগেই ছবিটির নায়িকা নুসরাত ফারিয়া এ তথ্য জানিয়েছিলেন। এরপর গতকাল অনলাইন পোর্টালে খবর আসে যে ‘আল্লাহ মেহেরবান’ এর পরিবর্তে ‘ইয়ারা মেহেরবান’ ভাষান্তর করে গানটি প্রকাশ করা হচ্ছে।
কিন্তু প্রশ্ন হলো এত কিছুর পরও ‘আল্লাহ মেহেরবান’ গানটি এখনও ইউটিউবে পাওয়া যাচ্ছে। তাহলে এত নাটকের কি কোনো দরকার ছিলো?
গত ২৮ মে ‘আল্লাহ মেহেরবান’ গানটি প্রকাশের পর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দুটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বরাবর। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমালোচনার ঝড় ওঠে গানটি নিয়ে। এরই পরিপ্রেক্ষিতে গত ৩০ মে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব থেকে গানটি সরিয়ে নেওয়া হয় এমন প্রচারণা চালালেও তার কার্যত কোনো ফল দেখা যায়নি। এখনও ইউটিউবে সার্চ করলে গানটি পাওয়া যাচ্ছে।