৪-০ গোলের বিশাল ব্যবধানে জিতল ব্রাজি

---
স্পোর্টস ডেস্ক :গত শুক্রবার আর্জেন্টিনার কাছে হেরে জয়রথ থেমে যায় ব্রাজিলের। ঠিক পরের প্রীতি লড়াইয়ে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে তারা।
ফিফা র্যাঙ্কিংয়ের ৪৮তম দল আর শীর্ষ দলের লড়াইটি প্রথমার্ধে যা একটু জমে। ম্যাচের প্রথম মিনিটে ডিয়েগো সউজার গোলে এগিয়ে যায় নেইমারহীন ব্রাজিল। বাকিটা সময় জাল অক্ষত রাখতে সক্ষম হয় অজিরা।
কিন্তু দ্বিতীয়ার্ধে আর রক্ষা হয়নি তাদের। ৬২তম মিনিটে থিয়াগো সিলভার গোলে ব্যবধান দ্বিগুণ হয় ব্রাজিলের। ৭৫ মিনিটের সময় তৃতীয় গোল করেন টাইসন। মজার ব্যাপার হলো ম্যাচের প্রথম মিনিটে গোল করা ওই সউজা ম্যাচের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন!
বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলের শীর্ষে আছে বাজিল। টানা ৯ ম্যাচ জিতে উড়ছিল সেলেসাওরা। কোচ তিতের অধীনে ব্রাজিলের সেই জয়রথ থামে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে মেলবোর্নেই ১-০ গোলে হেরে।
        
রিয়াল মাদ্রিদ জয়ে ফিরল
                
দুই আত্মঘাতী গোলে নেইমারদের টানা ষষ্ঠ জয়
                
পান্ডের অলরাউন্ড নৈপুণ্যে ভারতের জয়
                
দেশের ফুটবলে ইতিহাসের জন্ম দিলো যুবারা
                
সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়
                
পাকিস্তান সফরটা চিরকাল মনে থাকবে অ্যান্ডি ফ্লাওয়ারের