সালমান খানের সাথে এ কি করলেন মৌনি! (ভিডিও)

---
বিনোদন ডেস্ক : সালমানের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়তো হয়না সকলের। সেখানে ষ্টেজ শেয়ার করা সত্যিই ভাগ্যের ব্যপার। সুতরাং তাঁকে দেখতে পেলে একটু তো ভুল ভ্রান্তি হতেই পারে। তেমনই অবস্থা হয়েছে অভিনেত্রী মৌনি রায়ের।
সালমান খান অভিনীত টিউবলাইট ছবিতে টেলিভিশনের জনপ্রিয় তারকা মৌনী রায়কে একটি শো’তে সালমানের সঙ্গে ষ্টেজ শেয়ার করতে দেখা যাবে। আর সেই ডান্সের রিহার্সালের সময়ে আচমকাই সালমান খান কে ‘কিস’ করে বসলেন মৌনী।
টেলি তারকা মৌনী সালমানের একজন বড় ভক্ত। অনিচ্ছাকৃত ভুলের জন্য সালমানের কাছে ক্ষমাও চান মৌনি। যার এত বড় ভক্ত তাকে সামনে থেকে দেখলে তো একটু ভুল ভ্রান্তি হবেই। যদিও এই ব্যাপারটিকে একেবারেই মজার ছলে নিয়েছেন খান সাহেব। ইন্সটাগ্রামে নিজের ফ্যানদের উদ্দেশ্যে সেই ভিডিও শেয়ার করেছেন মৌনি।
দেখুন সেই ভিডিওটি-



পায়েলের হিন্দি ছবি মুক্তি ১৫ সেপ্টেম্বর
হলিউডে অভিনয় করতে চলেছেন বিশ্বের সবচেয়ে লম্বা মডেল
‘প্রেম করার সময় নেই’
হৃদয়ের বিয়ে নিয়ে সুজানা যা বললেন
সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে দুবাই ঘুরে এলেন অনন্ত
ফারিয়াকে নিয়ে ইতালিতে জিৎ, শুভশ্রীকে নিয়ে লন্ডনে শাকিব!
আমাকে নিয়ে আর কতো ষড়যন্ত্র করবি: বুবলী