g রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ২৫ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৪ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ২৫

AmaderBrahmanbaria.COM
জুন ১৩, ২০১৭
news-image

---

গত কয়েক দিনের টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটিতে ১৪ জন, বান্দরবানে ৭ জন এবং চট্টগ্রামে ৪ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও মাটির নিচে অনেকে চাপা পড়ে আছেন। সোমবার মধ্য রাতে থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত প্রাণহানির এ ঘটনা ঘটেছে। বাংলা ট্রিবিউনে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে।

টানা বর্ষণে রাঙামাটিতে বিভিন্ন স্থানে ১৪ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কাপ্তাই উপজেলায় তিনজন ও কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে একজন পাহাড় ধসে মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

রাঙামাটি সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার  এ তথ্য জানিয়েছেন।

রাঙামাটিতে সোমবার থেকে শুরু হওয়া বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। ধসে পড়া মাটির নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বৃষ্টি কারণে উদ্ধার কাজ চালাতে তাদের বেগ পেতে হচ্ছে।

এদিকে, টানা বর্ষণে বান্দরবানের কালাঘাটায় তিনটি স্থানে পাহাড় ধসে পড়েছে। এতে তিন শিশুসহ ৭ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সোমবার রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় কালাঘাটার কবরস্থানের পাশে, জেলেপাড়া ও লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে।

কালাঘাটের কবরস্থানের পাশে পাহাড় ধসে রেবা ত্রিপুরা (১৮) নামের এক শিক্ষার্থী মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

জেলেপাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়েন মা-মেয়ে। তারা হলেন, কামুরননাহার ও সুফিয়া। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।

লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড় ধসে এক পরিবারের তিনটি শিশু প্রাণ হারিয়েছে। তারা হলো শুভ বড়ুয়া (৮), মিঠু বড়ুয়া (৬), লতা বড়ুয়া (৫)।

 

এছাড়া কুহালং ইউনিয়নের পূর্ব ধোপাছড়ি এলাকার সম্বুনিয়া পাড়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মংকাউ খেয়াং (৫৫) মেম্রাউ খেয়াং (১৩) ও ক্যসা খিয়াং (৭)। এসময় চাইহ্লাউ (৩৫) ও সানু খেয়াং (১৮) নামে দুজন আহত হয়েছেন।

বান্দরবান সিভিল সার্জন বলেন, জেলার দুর্গম এলাকায় অনেক জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, চট্টগ্রামে চন্দনা উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে পাহাড় ধসে একটি শিশুসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

 

বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

  • আতিয়া মহলে ড্রোনআতিয়া মহলে ড্রোন
  • নারায়ণগঞ্জে এম-সিক্সটিন রাইফেল, রকেট লঞ্চারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারনারায়ণগঞ্জে এম-সিক্সটিন রাইফেল, রকেট লঞ্চারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার
  • নাসিরপুরে অভিযানে ৭ থেকে ৮ জঙ্গি নিহত (ভিডিও)নাসিরপুরে অভিযানে ৭ থেকে ৮ জঙ্গি নিহত (ভিডিও)
  • এখন ৮০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে : প্রধানমন্ত্রী
  • রাগীব আলী ও তাঁর ছেলের ১৪ বছরের কারাদণ্ডরাগীব আলী ও তাঁর ছেলের ১৪ বছরের কারাদণ্ড
  • কক্সবাজারে নির্মিত হচ্ছে যাত্রীবাহী সামুদ্রিক টার্মিনাল
  • বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১১
  • বান্দরবানে পাহাড় ধসে শিশুসহ নিহত ৬
  • নারায়ণগঞ্জে সাত রাইফেল ও ছয়শ গুলি উদ্ধারনারায়ণগঞ্জে সাত রাইফেল ও ছয়শ গুলি উদ্ধার
  • কক্সবাজারের পথে পথে রোহিঙ্গাদের হাহাকারকক্সবাজারের পথে পথে রোহিঙ্গাদের হাহাকার
  • কষ্টের ঈদ রোহিঙ্গাদেরকষ্টের ঈদ রোহিঙ্গাদের
  • প্রধান বিচারপতিকেই রায় বাতিল বা সংশোধনের উদ্যোগ নিতে হবে