বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার
---
নিজস্ব প্রতিবেদক : বুড়িগঙ্গা নদীর ইস্পাহানি ঘাটে বালুবাহী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলারটি উদ্ধার করে তীরে আনা হয়েছে। তবে এ ট্রলারডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে নৌ পুলিশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ জুন) সকাল ১১টার দিকে ট্রলারটি উদ্ধার করে তীরে আনা হয়।
মঙ্গলবার বেলা ১২টার দিকে বাংলাদেশ ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমে দায়িত্বরত স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ট্রলারটিকে সকাল ১১টার দিকে টেনে তীরে ওঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে বুড়িগঙ্গা নদীর ইস্পাহানি ঘাটে বালুবাহী জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। তবে রাত সোয়া ১টার দিকে এ ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৩ জুন) সকালে বাংলাদেশ ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমে দায়িত্বরত ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বুড়িগঙ্গা নদীর ইস্পাহানি ঘাটে বালুবাহী জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটির কোনো নিখোঁজ যাত্রীর খবর পাওয়া যায়নি। আমাদের উদ্ধার অভিযান চলছে।