g বন্যা দুর্গতদের পাশে ২৯ প্লাটুন সেনা মোতায়েন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২০শে অক্টোবর, ২০১৭ ইং ৫ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

বন্যা দুর্গতদের পাশে ২৯ প্লাটুন সেনা মোতায়েন

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৬, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় বন্যার্তদের সাহায্যার্থে এখন পর্যন্ত ২৯ প্লাটুন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার (১৬ আগস্ট) আইএসপিআরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সরকারের নির্দেশে নতুনভাবে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ে প্রয়োজনীয় স্পিডবোট ও উদ্ধার সামগ্রীসহ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এছাড়াও পূর্বে মোতায়েনকৃত দিনাজপুর, গাইবান্ধা, রংপুর ও সৈয়দপুরে সেনাসদস্য ও উদ্ধার সরঞ্জামাদি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও উদ্ধার ও বাঁধ রক্ষা কার্যক্রমের পাশাপাশি সেনাবাহিনী বন্যা দুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান শুরু করেছে।

এখন পর্যন্ত উক্ত এলাকাসমূহ হতে সেনাবাহিনী দুই হাজারেরও অধিক মানুষকে উদ্ধারসহ বিপুল পরিমাণ গবাদি-পশু ও গৃহস্থালি সামগ্রী উদ্ধার করেছে।

সেনাবাহিনী সৈয়দপুর ও গাইবান্ধায় ভেঙে যাওয়া বাঁধ মেরামতে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করেছে।

আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনী নিবিড়ভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বন্যা দুর্গত এলাকায় যে কোনো ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।