g ফেঁসে যাচ্ছেন রোনালদো! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০১৭ ইং ২০শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ফেঁসে যাচ্ছেন রোনালদো!

AmaderBrahmanbaria.COM
জুন ১৩, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : সময়টা দারুণ যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সম্প্রতি জমজ সন্তানের বাবা হয়েছেন তিনি। এর আগে বার্সেলোনার কাছ থেকে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করাসহ চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রেখেছে তাঁর দল রিয়াল মাদ্রিদ। অবসর সময়টা এখন পরিবারের সঙ্গে কাটাচ্ছেন এই পতুর্গিজ সুপারস্টার। তবে এরই মধ্যে একটা দুঃসংবাদ শুনলেন এই তারকা। কর ফাঁকির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। স্প্যানিশ গণমাধ্যমগুলোর মতে, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন ক্রিস্টিয়ানো।

কেবল সিআর সেভেনে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হোসে মরিনহো ও রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেসের বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ উঠেছে। যদিও রোনালদো ও মরিনহো এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে আনা এই অভিযোগের প্রতিবাদ করেছেন। রোনালদোর পক্ষে রিয়াল মাদ্রিদও এই ঘটনার প্রতিবাদ করেছে। বেশ কিছুদিন ধরেই রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির তদন্ত চলছিল।

অভিযোগ উঠেছে, রোনালদো তাঁর ছবি স্বত্ব থেকে আয় করা অর্থ লুকাতে অন্য ব্যবসার আশ্রয় নেন। স্প্যানিশ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদো সব অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি খতিয়ে দেখছে স্পেন সরকার। বিভিন্ন গোপন নথিতে নাকি এই বিষয়ে প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগ প্রমাণিত হলে ছয় বছরের মতো জেল হতে পারে এই পর্তুগিজ তারকা ফুটবলারের। এর আগে একই অপরাধের জন্য বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসিকে ২১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন স্পেনের আদালত। অহিংস অপরাধের জন্য ২৪ মাসের কম সাজা হলে স্প্যানিশ আইন অনুযায়ী কারাদণ্ড হবে না অপরাধীর।

এ জাতীয় আরও খবর