তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পানামা
---
আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যেয়ে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো পানামা। সোমবার পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা টেলিভিশন ভাষণে এ ঘোষণা দিয়েছেন।
ভারেলা জানান, তিনি চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করতে চান। একইসঙ্গে তিনি পানামা খাল ব্যবহারকারী বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কও স্থাপন করতে চান।
তিনি বলেন, ‘আমি সন্তুষ্ট যে এটা আমাদের দেশের জন্য সঠিক পথ।’
পানামা সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তারা এক চীন নীতিতে বিশ্বাস করে এবং তাইওয়ান চীনের সঙ্গেই যুক্ত।
এতে বলা হয়, ‘পানামা সরকার আজ তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে এবং সকল ধরণের সম্পর্ক ও দাপ্তরিক যোগাযোগ ছিন্নের অনুরোধ জানাচ্ছে পানামাকে।’
তাইওয়ানের পুরাতন বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে পানামা ছিল অন্যতম। তাইওয়ানের সঙ্গে দেশটির সম্পর্ক ছিন্নের এই ঘোষণাকে দক্ষিণ আমেরিকায় চীনের রাজনৈতিক অভ্যুত্থান হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।