ঘাম ঝড়ানো প্রস্তুতি শুরু করছেন মাশরাফিরা
---
স্পোর্টস ডেস্ক : নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচের আগে ঘাম ঝড়ানো প্রস্তুতি শুরু করছেন বাংলাদেশ ক্রিকেট দল। এরইম মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ পর লম্বা বিরতিও কাটিয়েছে টাইগাররা। এর পর ১৫ জুন প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ান ভারতের মুখোমুখি হবে তারা। এর মাঝে জিম আর বিশ্রামেই সময় কাটিয়েছেন তারা। তবে আজ মঙ্গলবার থেকেই পুরোদমে অর্থাৎ ঘাম ঝড়ানো অনুশীলন শুরু হচ্ছে টাইগারদের। যদিও টিম ম্যানেজম্যান্ট সাব্বির রহমান ও সৌম্য সরকারের ফর্ম নিয়ে চিন্তিত তারা কিন্তু সেটা প্রকাশ করে সেমিফাইনালের মতো বিগ ম্যাচের আগে কারো উপর চাপ বাড়াতে চান না।
এর আগে ৩ দিনের কার্ডিফ সফর শেষে গত রোববার বার্মিংহামে পা রেখেছে মাশরাফি বাহিনী। রমজানে রোজাও রাখছেন প্রায় সবাইই। আশেপাশের বাঙ্গালী পরিবারের দাওয়াতে অংশ নিচ্ছেন ইফতার পার্টিতেও। আর গতকাল সোমবার ফিটনেস ট্রেনিং এর আগে চাপ কমাতে দলের সবার সাথে বসেছে টিম ম্যানেজম্যান্ট, সামনেই যে ভারতের সাথে বড় ম্যাচ। সিনিয়ররা চাপ কমানোরও পরামর্শ দিয়ে চলেছেন।