ঈদের সকালের সাজ
---
লাইফস্টাইল ডেস্ক : ঈদের দিনে পোশাকের মতো সাজটাও হওয়া চাই বিশেষ। এ দিন সামলাতে হয় ঘরের নানা কাজ। এর মাঝেই সময় করে নিজেকে করে তুলতে হবে পরিপাটি। পোশাকের সঙ্গে মিলিয়ে ঈদের সকালের সাজটা কেমন হবে, আসুন জেনে নেই-
সালোয়ার-কামিজে স্বাচ্ছন্দ্য
ঈদের দিনে কাজের কোনো শেষ থাকে না। তাই সকালের দিকে কাজের স্বাচ্ছন্দ্যের জন্য সালোয়ার-কামিজটা পরতে পারেন। ঝুল ঝুল ঘের দেওয়া কামিজ বেছে নিতে পারেন এই সময়ের জন্য। ঈদের সকালটা যদি সালোয়ার-কামিজ পরা হয়, তাহলে ঠোঁটে গাঢ় রঙের ব্যবহার সাজে উৎসবের আমেজ আনবে। সে ক্ষেত্রে কমলা, বাদামি এই রংগুলো বেছে নিতে পারেন। চোখ সাজাতে পোশাকের যেকোনো একটি রংকে বেছে নিন। এবার চুলটাকে সামনে পাফ করে একটা সাইড বেণি করে নিলেই ঈদের সাজে প্রস্তুত হয়ে যাবেন আপনি।
শাড়িতে সাজ
যাঁরা সব সময় শাড়ি পরেন না, তাঁরাও ঈদের দিন বাইরে বের হতে চাইলে শাড়িটাকে বেছে নেন। সুতির শাড়ি এই সময় আরাম দেবে। ব্লাউজটা মিলিয়ে বা না মিলিয়ে পরতে পারেন। শাড়ির সঙ্গে টেনে খোঁপা করুন। আরাম পাবেন। খোঁপায় মুক্তা বসিয়ে দিন। চোখে টানুন আইলাইনারের রেখা। ঠোঁটে গাঢ় রং ব্যবহার করতে পারেন। কপালে ছোট একটা টিপ পরলেই পুরো সাজে আসবে উৎসবের আমেজ।
অন্য ধারার পোশাকে
স্কার্ট, টপ বা পালাজ্জোর মতো পোশাক পরলে চুলটা খোলা রাখলে মানাবে। এই ধরনের পোশাকের সঙ্গে খুব বেশি মেকআপ একেবারেই যায় না। সে ক্ষেত্রে ত্বক যদি শুষ্ক হয়, তাহলে ক্রিমি আর তৈলাক্ত হলে পাউডার বেজ মেকআপ বেছে নিন। চোখে হালকা কাজল আর ন্যাচারাল লিপস্টিকে পরিপূর্ণ হবে ঈদের সাজ।