ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আওয়ামীলীগের সম্মেলণ অনুষ্ঠিত, একাংশের প্রতিবাদ ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৯ বছর পর উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্ধোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাফিয়া খাতুন। মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিনারা আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শিরিন রোখসানা, কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদা খাতুন পারুল প্রমূখ। সম্মেলণে জেলা মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে এ সম্মেলণ অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মহিলা আওয়ামীলীগের একাংশ। এতে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খান নিশাত, যুগ্ম সাধারন সম্পাদক শামীমা মুজিব, জেলা আওয়ামীলীগ নেত্রী রুনাক সুলতানা পারভীন, উমা পাল, নিলুফা বেগম, শহর মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নাজমুন্নাহার, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারা বেগম, সাধারন সম্পাদক মাহমুদা বেগম, বিজয়নগর মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা টুনি প্রমূখ। এসময় জেলা মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরও খবর
