২১শে ডিসেম্বর, ২০১৬ ইং, বুধবার ৭ই পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ


সিরিয়া প্রশ্নে কাল বৈঠকে বসবে রাশিয়া ইরান ও তুরস্ক


Amaderbrahmanbaria.com : - ১৯.১২.২০১৬

russia-turkey-talksরাশিয়া, ইরান ও তুরস্কের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা আগামীকাল মঙ্গলবার সিরিয়া ও আলেপ্পোর ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসবেন। রাশিয়া ও তুরস্কের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
আজ সোমবার ইস্তাম্বুলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের তিনটি পক্ষের অবস্থান কী, আমাদের কী করণীয় এবং আমরা কোথায় পৌঁছাতে চাই সে বিষয়টি অনুধাবন করাই হবে বৈঠকের লক্ষ্য।
কর্মকর্তা বলেন, এই বৈঠক কোনও অলৌকিক কিছু হবে এমন নয়, আমরা তিনটি পক্ষকে পরস্পরের কথা শোনার সুযোগ করে দেবো।
তিনটি দেশই সিরিয়ার যুদ্ধে গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আবির্ভূত হয়। এর মধ্যে রাশিয়া ও ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে জোরালো সমর্থন দিচ্ছে। অন্যদিকে ন্যাটো জোটের সদস্য তুরস্ক চায় আসাদকে পদত্যাগ করতে হবে।
তুরস্কের প্রধান লক্ষ্য হলো এটা নিশ্চিত করা যাতে কুর্দী মিলিশিয়ারা তার সীমান্তবর্তী এলাকায় আরও বেশি ভূমির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আগামীকালের বৈঠকে মূল আলোচ্য বিষয় হবে কয়েক বছর ধরে চলে আসা সিরীয় যুদ্ধের অবসান কীভাবে ঘটানো যায় এবং এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা বাস্তবায়ন করা যায়।
সূত্র: মিডল ইস্ট মনিটর





Loading...

সম্পাদক ও প্রকাশক : আশ্রাফুর রহমান রাসেল
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close