২১শে ডিসেম্বর, ২০১৬ ইং, বুধবার ৭ই পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 4 » প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : রাতে মামলা হচ্ছে


প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : রাতে মামলা হচ্ছে


Amaderbrahmanbaria.com : - ২০.১২.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় মামলা হতে যাচ্ছে।মঙ্গলবার রাতে যেকোনো সময় বাংলাদেশ বিমানের পক্ষ থেকে এ মামলা করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুর রহমান তুহিন এ প্রতিবেদককে বলেন, ‘মামলায় নয়জনের নাম উল্লেখ থাকবে। আরো কয়েকজনের নাম থাকতে পারে। ইতিমধ্যে মামলা করার সব প্রস্তুতি শেষ হয়েছে। রাতে যেকোনো সময় এ মামলা করা হবে।’

Loading...

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম বলেন, ‘আমিও শুনেছি মামলা হবে। মামলা হলে পরে বিস্তারিত জানানো হবে।’

এর আগে ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছিলেন, ‘পুরো ঘটনাটি অর্থাৎ নাট ঢিলা হওয়ার ব্যাপারটি মনুষ্যসৃষ্ট। এ ঘটনায় ইতিমধ্যে নয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে মামলা করা হবে।’

উল্লেখ্য, ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির বুদাপেস্টে ‘পানি শীর্ষ সম্মেলন-২০১৬’ এ অংশ নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন। হাঙ্গেরি পৌঁছার আগেই যান্ত্রিক ত্রুটিতে বিমানটি তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে। এ ঘটনায় ২৮ নভেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আলাদাভাবে তদন্ত কমিটি গঠন করে।





Loading...

সম্পাদক ও প্রকাশক : আশ্রাফুর রহমান রাসেল
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close