বিশেষ প্রতিনিধি : প্রাকৃতিক গ্যাস। বিশ্বজুড়ে অপ্রতিদ্বন্ধী জ্বালানী। গুরুত্বপূর্ণ এই জ্বালানীর সাম্রাজ্য ব্রাহ্মণবাড়িয়া। বিশাল ভান্ডার এখানে। ব্রাহ্মণবাড়িয়ার মাটির তলদেশে থেকে প্রতিদিন উৎপাদিত হয় মিলিয়ন মিলিয়ন ঘনফুট গ্যাস। এ গ্যাস বাজার করন ও শিল্প কারখানায় সরবরাহ করে দেশের অর্থনীতিে চাকা অনেকটাই স্বচল।
শুধু ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস কূপ থেকেই প্রতিদিন অন্তত ৫শ ২৫মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন মাটির নীচ থেকে আহরিত হচ্ছে। জ্বালানীর এই বিশাল ভান্ডার থেকে সরকার ও হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে।
কিন্তু গত কয়েক মাসে তিতাস গ্যাসের ৩টি কূপ খননের কাজ শেষ হয়। খনন কৃত কূপের গ্যাস এখনো জাতীয় ট্রান্সমিশন লাইনের মার্ধ্যমে জাতীয় গ্রীডে সরবরাহ করা যাচ্ছেনা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, কূপ এলাকা থেকে গ্যাস সরবরাহ করার জন্য ট্রান্সমিশন লাইন নির্মাণ না হওয়ার গ্যাস সরবরাহ করা যাচ্ছেনা। (চলমান)