২১শে ডিসেম্বর, ২০১৬ ইং, বুধবার ৭ই পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » ব্রাহ্মণবাড়িয়া » বিজয় মেলা : নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে পারবে- শাহজাহান সিদ্দীকি বীর বিক্রম


বিজয় মেলা : নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে পারবে- শাহজাহান সিদ্দীকি বীর বিক্রম


Amaderbrahmanbaria.com : - ১৮.১২.২০১৬

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিটি মুক্তিযুদ্ধের বিজয় মেলার সম্মানিত অতিথিদের খেলাঘরের নির্ধারিত স্কার্প পড়িয়ে শুরু হল ২য় দিনের অনৃুষ্ঠান। রবিবার রাতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে খেলাঘর ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিটির মুক্তিযুদ্ধের বিজয় মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংংলাদেশ সরকারের সাবেক সচিব নেভাল কমান্ডো মোঃ শাহজাহান সিদ্দীকি বীর বিক্রম । মুক্তিযুদ্ধকে সবসময় স্মরণ রাখতে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অজ্ঞত রাখতে এই বিজয় মেলা সর্বক্ষেত্রে অতুলনীয়, বিজয় মেলার অনুষ্ঠানগুলোই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে পারবে প্রদান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশ ও জাতির কল্যাণের জন্য সকলকে একত্রে কাজ করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াস রাখতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার । খেলাঘর জেলা কমিটির উপদেষ্টা গীতেন চক্রবর্তী এর সভাপতিত্বে ও খেলাঘর জেলা কমিটির সদস্য সিহানুর ইসলাম সৌরভের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডার আলহাজ¦ হারুন-অর- রশিদ, ব্রাহ্মনবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী।

Loading...

 

অনুষ্ঠানে সকল বিশেষ অতিথিগণ খেলাঘরের মুক্তিযুদ্ধের এই বিজয় মেলাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া, তাদের দেশ প্রেমকে জাগ্রত করার একটি ভাল উদ্যোগ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সেভাল কমান্ড (জ:) শাহজাহান সিদ্দীকি বীর বিক্রম, ক্যাপ্টেন অব: আব্দুল হক ভ’ইয়া বীর বিক্রম, সুবেদার (অব:) অবসর গোলাম মোস্তফা খানা বীর বিক্রম, নায়েক (অব:) সাইদুল হক বীর বিক্রম, ল্যাফট নায়ক (অব:) আবু সালেক বীর বিক্রম, শহিদুল হক ভ’ইয়া বীর বিক্রম এই ৬ জনের হাতে সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন এবং ৭২ জন জে এস সি সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেন। অনুষ্ঠানে আলোচনা সভা ও সংবর্ধনা শেষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষনা করেন।

 





Loading...

সম্পাদক ও প্রকাশক : আশ্রাফুর রহমান রাসেল
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close