ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার রাতে জেলা জাতীয় পার্টি ক্যার্যলয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা জাতীয় পার্টি আহবায়ক এড. জিয়াউল হক মৃধা এমপি সভাপত্বিত আলোচনায় অংশ নেন জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টি সদস্য কাজী মামুনুর রশিদ, জেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক শফিকুর রহমান সহিদ, দেলোয়ার হোসেন, যুগ্ন সদস্য সচিব নাছির উদ্দিন খান. আবু কাউছার খান,জেলা যুব সংহতি সভাপতি সৈয়দ মোকাব্বের ও জেলা জাতীয় পার্টি সদস্য এড. হেলাল প্রমুখ। এ সময় বক্তবে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টি সদস্য কাজী মামুনুর রশিদ জানান বীর মুক্তিযোদ্ধাদের সর্বকালের সর্বশেষ সন্তান ঘোষণা করে ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ। তিনি আরও বলেন পল্লী বন্ধু এরশাদ ৯ বছরে শাসন আমলে মুক্তিযোদ্ধাদের উন্নয়নে ব্যাপক কাজ করেন।
এছাড়া শুক্রবার বিজয় দিবসে প্রথম প্রহরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টি সদস্য কাজী মামুনুর রশিদ এর নেতেৃত্বে জেলা জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের নেতৃবর্গ একটি বিজয় র্যালী বের করে। পরে শহরের ফারকী পার্কে শহীদ স্মৃতিস্তপে পুষ্পর্ঘা অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।