নিউজ ডেস্ক : মালয়েশিয়ার জোহর বারুর পুতেরি হারবার প্রোজেক্টে দুই বাংলাদেশিকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় জড়িত অভিযোগে অপর দুই স্বদেশি নাগরিক আটক হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাত ৮টার দিকে তাদের আটক করে মালয়েশিয়া পুলিশ।
আহতরা স্থানীয় একটি থানায় অভিযোগ করলে রাতেই হামলাকারী দুজনকে জোহর বারুর কংসির কাছাকাছি একটি স্কুলের নিকট থেকে আটক করা হয়। এ সময় তিন হাজার মালয়েশিয়ান রিংগিত, ৬০০ সিঙ্গাপুরি ডলার, ব্যাংকের এটিএম কার্ড এবং দুজনের পাসপোর্ট জব্দ করা হয়।
ইস্কান্দার পুতেরির জেলা পুলিশ সুপার নুর হাশিম মোহাম্মদ বলেন, পুতেরি হারবার প্রোজেক্টের একটি নির্মাণ এলাকায় ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে দুই বাংলাদেশি নাগরিক অপর দুই বাংলাদেশি নাগরিককে ইস্পাতের রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
এদিকে, হামলাকারী দুজনকে রবিবার থেকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে পুলিশ জানায়। তারা দোষী সাব্যস্ত হলে দণ্ডবিধির ৩৯৪ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।