স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার বিপিএল চতুর্থ আসরে পঞ্চম ম্যাচ খেলে রেকর্ডবুকে নাম উঠেছেন আরাফাত সানি।
এদিন খুলনা টাইটানসের বিপক্ষে কোনো রান না দিয়েই ৩টি উইকেট তুলে নেন বাঁহাতি এই স্পিনার। আর তাতেই শীর্ষ ক্রিকেটার হিসেবে রেকর্ডবুকে নিজের নাম লেখার আরাফাত সানি।
তার আগে রেকর্ডটি ছিল শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার দিনাকু হেথারাচ্চি। ২০০৭ সালে কলম্বোর একটি ঘরোয়া টুর্নামেন্টে মাত্র ৫ বল করে কোনও রান খরচ না করে তিনটি উইকেট নিয়েছিলেন।
আজ বৃহস্পতিবার শহীদ আফ্রিদি-সোহাগ গাজীর সঙ্গে জুটি বেঁধে খুলনা টাইটানসকে ৪৪ রানে বেধে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আরাফাত সানিই।
বিশ্ব ক্রিকেটে কোনো রান না দিয়ে উইকেট তুলে নেওয়ার রেকর্ড আছে আরও। এর আগে সুরেশ রায়না, হাসান রাজা, হেথারাচ্চি এই রেকর্ডে নাম লিখেছিলেন।
যদিও তারা সবাই এক ওভারের কম বোলিং করে এই সাফল্য পেয়েছিলেন, অন্যদিকে আরাফাত সানি ২.৪ ওভার বোলিং করে কোনও রান খরচ না করে গড়লেন এই কীর্তি।