আন্তর্জাতিক ডেস্ক :প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য নির্ধারিত ইলেক্টোরাল ভোট বাগিয়ে নেওয়ার পর পরই সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। এই ভাষণে তিনি আগের দেওয়া কয়েকটি বক্তব্যের বিষয়ে কোনো কথা বলেননি।
বিবিসি জানায়, প্রেসিডেন্ট হলে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার যে কথা ট্রাম্প আগে বলেছিলেন, সেই ব্যাপারটি উল্লেখ করেননি।
দ্বিতীয়ত, হিলারি ক্লিনটকে জেলে পাঠানোর কথা বলেছিলেন এই রিপাবলিকান। তবে হিলারির ফোন পাওয়ার কথা জানালেও ওই বিষয়টি এড়িয়ে গেছেন তিনি।
তৃতীয়ত, উহ্য ছিল, যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসী ঠেকাতে ডোনাল্ড ট্রাম্পের অভিপ্রয়টিও।