নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়া থানার নারী কনস্টেবল সাবিনা ইয়াসমিনের আত্মহত্যার ঘটনায় জিয়াউর রহমান নামে একই থানার এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর তিনি থানা থেকে পালিয়ে যান।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, সাবিনা ইয়াসমিন আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন। এতে কনস্টেবল জিয়াউরকে তিনি দায়ী করেছেন। আশুলিয়া থানায় যোগদানের পর জিয়াউরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাবিনা ইয়াসমিনের। কিন্তু জিয়াউর বিবাহিত হওয়ার পরেও বিষয়টি সাবিনার কাছে গোপন করে। কিছুদিন আগে বিষয়টি জানতে পারে সাবিনা। এতে সে রাগে আত্মহত্যার পথ বেছে নেয়।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা করেছে পুলিশ। ওই মামলায় কনস্টেবল তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, বুধবার দুপুরে আশুলিয়া থানা সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে কনস্টেবল সাবিনা ইয়াসমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।