আন্তর্জাতিক ডেস্ক : সকল সমালোচনা, বিতর্ককে তুরি মেড়ে উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই জয়ে ‘অনিশ্চিত ভবিষ্যতের মুখে যুক্তরাষ্ট্র’ বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
রিপাবলিকান দলীয় এই প্রার্থী ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে এখন পর্যন্ত ২৭৯ টি পেয়েছেন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেট দলীয় হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮টি।
এদিকে, নির্বাচনে বিজয়ী হয়ে এক ভাষণে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে হিলারি ক্লিনটনও ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বলে জানা গেছে।