আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর দেওয়া প্রথম ভাষণে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন বললেন, আমি দুঃখিত। আমরা নির্বাচনে জিততে পারিনি। আমরা যে মূল্যবোধ ও লক্ষ্য নিয়ে নির্বাচনে নেমেছিলাম তাতে বিজয়ী হতে পারিনি।’ তিনি বলেন, এটা কষ্টকর। এই ব্যথা দীর্ঘ সময় ধরে থাকবে।’
আজ বুধবার নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে হিলারি ক্লিনটন এ কথা বলেন। কণ্ঠে দৃঢ় মনোভাব নিয়ে হিলারি বলেন,‘আমাদের প্রচারণা কেবল এক ব্যক্তি বা একটি নির্বাচনের জন্য ছিল না। যে দেশটিকে আমরা ভালোবাসি তার জন্যই এ নির্বাচন।’
হিলারি নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি দেশের স্বার্থে তাঁর সঙ্গে কাজ করতে চাই।
মার্কিন ইতিহাসে এবারের নির্বাচনের প্রচারণা ছিল সবচেয়ে তিক্ততাপূর্ণ। ভোটের ফলাফলেও এক বিভক্ত দেশের ছবি উঠে এসেছে। এ কথা স্মরণ করে হিলারি বলেন, ‘আমরা যা ভেবেছিলাম, যুক্তরাষ্ট্র তার চেয়ে অনেক বেশি বিভক্ত হয়ে পড়েছে এ নির্বাচনে।’ তিনি সবাইকে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান জানান।
হিলারির আগে তাঁর রানিং মেট টিম কেইন বক্তব্য দেন। হিলারির সঙ্গে ছিলেন স্বামী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মেয়ে চেলসি।