বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের দুরন্ত বোলিংয়ে মুখে মাত্র ১৩৮ রানেরই ইনিংস শেষ করতে বাধ্য হয়েছে খুলনা টাইটান্স। পেসার আবুল হোসেন রাজুর মারাত্মক বোলিংয়ে দিশেহারা হয়ে যায় পুরো টাইটান শিবির।
বুধবার মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে অবশ্য সুবিধা করতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। ড্যারেন স্যামির দলের বোলারদের সামনে টি-টুয়েন্টির সঙ্গে বেমানান গতিতে রান তুলছে দলটি।
শুরুতে নিকোলাস পুরানকে নিয়ে দেখেশুনেই এগোচ্ছিলেন মজিদ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ আক্রমণে এসে পুরানকে (১৪) ফেরালে ভাঙে ১৮ রানের সেই জুটি।
এরপর দলীয় ৬৫ রানে রিকি ওয়েসেলসকে ফেরান আবুুল হাসান রাজু। তারপরেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা টাইটান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন মাহমুদুল্লাহ ও রিকি ওয়েসেলস। রাজশাহীর পক্ষে পাঁচটি উইকেট নেন আবুল হোসেন রাজু।