আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ ঘোষিত ফলাফলে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে অনেকটা পেছনে ফেলেছেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, সিএনএন বিবিসিতে (বাংলাদেশ সময় পৌনে ১১টায়) প্রকাশিত সর্বশেষ ফলাফলে দেখা যায় ট্রাম্পই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন।
তিনটি গণমাধ্যমেই প্রকাশিত ফলাফলে হিলারি ২০৯ ইলেক্টোরাল ভোট পেয়েছেন।
অপরদিকে রয়টার্সে প্রকাশিত ফলাফলে ২৪০, বিবিসিতে প্রকাশিত ফলাফলে ২৪৪ ও সিএনএনে প্রকাশিত ফলাফলে ২৩২ ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।
ঘোষিত এ ফলাফলে ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম আভাস দিয়েছেন।
৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে জয়ী হতে ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।
প্রথমদিকের ফলাফলে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলও মাঝখানে ১০টি ইলেক্টোরাল ভোটের ব্যবধানে এগিয়ে যান হিলারি ক্লিনটন।
তবে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পই যে হোয়াইট হাউজের উত্তরাধিকারী হচ্ছেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ ফলাফল সেই ইঙ্গিতই দিচ্ছে।