আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকালে ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান তিনি। সেইসঙ্গে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর’ নিয়ে আলোচনা করতে ট্রাম্পকে বৃহস্পতিবার হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন ওবামা। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্টের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে খবরটি নিশ্চিত করেছে।
জোশ আর্নেস্ট জানান, হাড্ডাহাড্ডি নির্বাচনি লড়াইয়ের পর কিভাবে দেশের জন্য একসাথে কাজ করার পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হবে। তবে ওবামার ফোন নিয়ে বিস্তারিত কিছু জানাননি আর্নেস্ট। তবে ওবামা যে হোয়াইট হাউজ থেকে ফোনটি করেছেন তা নিশ্চিত করেছেন তিনি।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকেও ফোন করেন ওবামা। দেশজুড়ে হিলারি ক্লিনটন যে দৃঢ় প্রচারণা চালিয়েছেন তার প্রশংসা করেন তিনি।
মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ২৭৯টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীদের কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটিতে জয়-পরাজয় নির্ধারিত হয়ে গেলেও মূল আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ডিসেম্বরে ইলেক্টররা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করার পর ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। আর তারপরই যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট ও ৪৮-তম ভাইস প্রেসিডেন্ট তাদের দায়িত্ব গ্রহণ করবেন।