৮ই নভেম্বর, ২০১৬ ইং, মঙ্গলবার ২৪শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


অনুদানের ছবি ‘বৃদ্ধাশ্রম’ নিয়ে আসছেন ববি


Amaderbrahmanbaria.com : - ০৫.১১.২০১৬

বিনোদন প্রতিবেদক : অভিনয়েই কেবল নয়, এরই মধ্যে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন চিত্রনায়িকা ববি। বর্তমানে তিনি নিজের প্রযোজিত ছবি ‘বিজলী’ ছবির শুটিং করছেন ইউরোপে। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। নতুন খবর হলো, তিনি একটি অনুদানের ছবিতে যুক্ত হয়েছেন। ‘বৃদ্ধাশ্রম’ নামের এই ছবিটি পরিচালনা করছেন স্বপন চৌধুরী।

এ বিষয়ে ববি এনটিভি অনলাইনকে বলেন, “বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই কথা হচ্ছিল। আমি গল্পটা পড়েছি, আমার কাছে ভালো লেগেছে। কাজ করার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। আপাতত দেশের বাইরে আছি ‘বিজলী’র কাজে। এখান থেকে ফিরে ছবিতে চুক্তিবদ্ধ হবো।”

ববি আরো বলেন, ‘নিজের ছবির জন্য বেশ কয়েকটি ছবি থেকে সরে দাঁড়িয়েছি। আমি আসলে ছবির সংখ্যা বাড়াতে চাই না। ভালো ছবিতে কাজ করতে চাই।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close