আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগ নেএী ফারহানা মিলির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।
আজ বুধবার বিকেলে জেলা আওয়ামী যুবলীগের ক্রীড়া সম্পাদক মশিউর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্ত ফারহানা মিলি পলাতক বলে জানিয়েছে পুলিশ।
সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মঈনুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত এক হাজার টাকার নোটের ছবি দিয়ে ফারহানা মিলি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। ওই পোস্টে বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে অভিযোগ এনে জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মশিউর রহমান তথ্যপ্রযুক্তি আইনে ফারহানা মিলির বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।
তিনি বলেন, ফারহানা মিলি নিজেকে যুব মহিলা লীগের নেত্রী বলে পরিচয় দিলেও বিশস্ত সূএে জানা যায় যে যুব মহিলা লীগে তার কোনো পদবি নেই। মামলা রেকর্ড হওয়ার পর থেকেই মিলি পলাতক। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।