নিজস্ব প্রতিবেদক : নৌ ধর্মঘট বিষয়ে আবার আলোচনায় বসেছে নৌযান মালিক ও সরকার পক্ষ। আলোচনার অপেক্ষায় রয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা। মালিক পক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিক নেতাদের সঙ্গে সরকার পক্ষ আলোচনা করবেন বলে জানা গেছে।শনিবার বিকেলে নৌযান মালিক ও সরকার পক্ষ শ্রম ভবনে আলোচনায় বসে।
বৈঠকের সমন্বয় করছেন শ্রম পরিচালক ও যুগ্ম সচিব এস এম আশরাফুজ্জামান। বিকেল ৫টায় তিনি তার কক্ষে মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় মালিক পক্ষে রয়েছেন- যাত্রী কল্যাণ পরিবহন সমিতি ও মালিক সমিতির চেয়ারম্যান মাহবুব উদ্দিন বীর বিক্রম, সংগঠনের নেতা কাজী করিম ও মো. বাদল।
অন্য কক্ষে অপেক্ষা করছেন, জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ, নৌযান ফেডারেশনের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুর আলম।
উল্লেখ্য, মজুরি বৃদ্ধিসহ নৌযান শ্রমিকদের ১৫ দফা দাবিতে গত সোমবার আনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়।