২৯শে আগস্ট, ২০১৬ ইং, সোমবার ১৪ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » চীনের হোটেলে পাঁচ দেশের মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা


চীনের হোটেলে পাঁচ দেশের মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা


Amaderbrahmanbaria.com : - ২৭.০৮.২০১৬

 চীনের আবাসিক হোটেলগুলোতে পাঁচটি দেশের নাগরিকে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পুলিশ। চিনের প্রসিদ্ধ শহর জোয়াং এর পুলিশ শুক্রবার হোটেল মালিকদের এ নিষেধাজ্ঞা অনুসরণের তাগিদ দেন।
নিষিদ্ধ পাঁচ দেশের মধ্যে রয়েছে, পাকিস্তান, আফগনিস্তান, ইরাক, সিরিয়া ও তুরস্ক। এক হোটেল কর্মী মিডিয়াকে বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞার কোনো কারণ পুলিশ তাদের কাছে উল্লেখ করেনি।
ধারণা করা হচ্ছে জঙ্গিসম্পৃক্ততার কারণেই এ পাঁচটি দেশের নাগরিকদের ব্যাপারে এ নিষেধাজ্ঞা জারি করেছে চীনের পুলিশ।
হংকংয়ের পত্রিকা সাউথ চাইনা মর্নিং বলেছে, চীনের জোয়াং প্রদেশে গত সপ্তা থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ কারণেই নতুন এ নিষেধাজ্ঞা জারি হতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লো কং বলেছেন, এরকম নিষেধাজ্ঞার কথা তিনি জানেন না।

সূত্র: ডন উর্দু





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close