নিজস্ব প্রতিবেদক : বজ্রপাত ও বিদ্যুতের তার থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার (২৫ অাগস্ট) দিনগত রাত সাড়ে ৮টার দিকে শহরের কলেজপাড়া ও শেরপুর মহল্লায় পৃথক এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. অাবুল বাশার আমাদের কে জানান, রাত সাড়ে ৮টার দিকে ঝড়-বৃষ্টি চলাকালে কলেজ পাড়াস্থ জেলা প্রশাসক বাংলো সংলগ্ন সুইজ ভিলার নিচতলায় গ্যাসের রাইজারে বজ্রপাত থেকে অাগুন ধরে যায়। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে অাধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অাগুন নেভায়।
তিনি অারও জানান, একই সময়ে শহরের শেরপুর মাজার এলাকায় ৩২ কেভি বিদ্যুৎ লাইনের তার থেকে একটি মরা গাছে অাগুন লেগে যায়। এতেও স্থানীয়রা ভীত হয়ে ছোটাছুটি শুরু করেন। তবে কোনো রকম ক্ষতি হয়নি।