আন্তর্জাতিক ডেস্ক :বলিভিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রোডোলফো ইলানসকে অপহরণ করে হত্যা করেছে আন্দোলনরত খনি শ্রমিকেরা। এমনটিই ধারণা দেশটির কর্মকর্তাদের। শুক্রবার বিবিসির অনলাইন ভার্সনে এ খবর প্রকাশ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী কারএলাস রোমেরো বলেন, ‘সব সূত্রানুযায়ী’ এটাই ধারণা করা হচ্ছে যে ইলানসকে ‘কাপুরুষোচিত এবং নৃশংস’ভাবে হত্যা করা হয়েছে।লা পাজের দক্ষিণাঞ্চল পান্দুরো থেকে রোডোলফো ইলানস এবং তার নিরাপত্তারক্ষীকে অপহরণ করা হয়। সেসময় দু্ই খনি শ্রমিক পুলিশের গুলিতে নিহত হয়।