স্পোর্টস ডেস্ক : অ্যান্তোনিও গ্রিজমান ও সতীর্থ গ্যারেথ বেলকে পেছনে ফেলে ইউরোপ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ইউরোপ সেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন নরওয়ের স্ট্রাইকার আদা হেজেরবার্গ। বৃহস্পতিবার ফ্রান্সের মোনাকো শহরে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে ইউরোপ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান শেষে ইউরোপ সেরার পুরস্কার ঘোষণা করা হয়। ২০১৬ সালে রোনালদো পর্তুগালকে তাদের ইতিহাসের প্রথম শিরোপা (ইউরো-২০১৬) জিতিয়েছেন। আর রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। তাই তিনিই হয়ে উঠেন ইউরোপ সেরা খেলোয়াড় হওয়ার সবচেয়ে যোগ্য প্রতিনিধি। এর মধ্য দিয়ে অবশ্য লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন রোনালদো। তার আগে মেসিও দুইবার ইউরোপ সেরা খেলোয়াড় হয়েছিলেন।
২০১৩-১৪ মৌসুমে রোনালদো প্রথমবারের মতো ইউরোপ সেরা খেলোয়াড় হন। আর মেসি ২০১১-১২ মৌসুমে প্রথম ইউরোপ সেরা হন। এরপর গেল বছরও মেসি ইউরোপ সেরা নির্বাচিত হয়েছিলেন।