১২ই আগস্ট, ২০১৬ ইং, শুক্রবার ২৮শে শ্রাবণ, ১৪২৩ বঙ্গাব্দ
পূর্ববর্তী মা-মেয়ে ‘সতীন’ নিয়ে সুখের সংসার
পরবর্তী ফাঁসির সাজা লিখে বিচারক কলমের নিব ভেঙে ফেলেন কেন?


বিষধর সাপ যখন ‘সেরা বন্ধু’!


Amaderbrahmanbaria.com : - ০৭.০৮.২০১৬

অনলাইন ডেস্ক : সাপ একটি আতঙ্কের নাম। তবুও বিষধর সাপই সঙ্গী তার। নয় বছরের সাহেব আলমের ওঠাবসা সেই বিষধর সাপের সঙ্গেই। এরাই নাকি সবসময় রক্ষা করে সাহেবকে। ভারতের উত্তর প্রদেশের বস্তি জেলার বাসিন্দা সাহেব আলমের এই অদ্ভুত জীবনযাত্রা দেখে চমকে যান অনেকেই।

জানা গেছে, নয় বছরের সাহেবের পড়াশোনাতেও ঝোঁক রয়েছে। বন্ধুর এই ইচ্ছার কথা হয়তো বুঝতে পারে বিষধর সাপগুলি। ফনা তুলে পাহারাদারের কাজ করে তারা। কখনও খাটের উপরে তো কখনও নীচে। সাহেবের সঙ্গেই রয়েছে তারা। বন্ধুদের ফোঁসফাঁসে আতঙ্কিত নয় সাহেবও।

সাহেবের বাবা নিজেও সাপুড়ে। কোথাও বিষধর সাপ আছে খবর পেলে ছেলেকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যান তিনি। বাড়িতে নিয়ে আসেন সাপটিকে। এভাবেই একাধিক সাপ রয়েছে সাহেবের বাড়িতে। বাবার কাছ থেকেই সাপকে বন্ধু বানানোর শিক্ষা পেয়েছে সাহেব। তাকে দেখে বিষধর সাপেদের প্রতি ভালোবাসা বাড়ছে তার ভাইয়েদেরও।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close