১৩ই আগস্ট, ২০১৬ ইং, শনিবার ২৯শে শ্রাবণ, ১৪২৩ বঙ্গাব্দ


সরাইলে এসএমসি’র ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত


Amaderbrahmanbaria.com : - ১১.০৮.২০১৬

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : গতকাল সরাইলে টিকিউআই-২ সেপ প্রকল্পের আওতায় বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের (এসএমসি) ৩দিন প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এ কর্মশালা গত মঙ্গলবার থেকে উপজেলা মিলনায়তনে শুরু হয়েছিল। প্রশিক্ষক ছিলেন কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের বাংলা বিভাগের প্রভাষক ফরিদ আহমেদ মজুমদার। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহের ব্যবস্থাপনা পরিষদের মোট ৫০ জন সদস্যকে এ কর্মশালায় সম্পৃক্ত করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান, অভিভাবক প্রতিনিধি ও সংরক্ষিত আসনের মহিলা প্রতিনিধিরাও ছিলেন। ব্যবস্থাপনা পরিষদ কর্তৃক বিদ্যালয়ের শিক্ষকদের পরিচালনা পদ্ধতি, কমিটির ক্ষমতা, শিক্ষার মান উন্নয়নে ভূমিকা, একিভূত শিক্ষা নিশ্চিতকরণ, মাল্টিমিডিয়া ক্লাশ নিয়মিতকরণ, শিখন বান্ধব পরিবেশ সৃষ্টি ও নারী পুরুষের বৈষম্য দূরীকরন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক ফরিদ আহমেদ মজুমদার ক্ষোভের সাথে বলেন, কমিটির লোকজন বিনা পয়সায় শিক্ষা এবং এলাকার স্বার্থে সেবা দেয়। শিক্ষকদেরকে কোটি কোটি টাকা খরচ করে ডজন ডজন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু এক জরিপে দেখা গেছে শিক্ষকরা প্রশিক্ষণ গ্রহন করে এসে শ্রেণিকক্ষে কাজে লাগায় না। আর জন্যই কমিটিকে প্রশিক্ষণ দেয়া। গতকাল সমাপনী দিনে শিক্ষা শিক্ষক ও কমিটির বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব খান, চুন্টা এসি একাডেমির চেয়ারম্যান শেখ মোঃ হাবিবুর রহমান ও শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাদেম।

 





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close