১৩ই আগস্ট, ২০১৬ ইং, শনিবার ২৯শে শ্রাবণ, ১৪২৩ বঙ্গাব্দ


ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের জঙ্গীবাদ বিরোধী মানববন্ধ


Amaderbrahmanbaria.com : - ১০.০৮.২০১৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। আমাদের প্রিয় এই দেশে কোন জঙ্গীগোষ্ঠীকে বিশৃংখলা সৃষ্টি করার সুযোগ দিতে পারিনা। তিনি গতকাল বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উদ্যোগে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী মানবববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আল-মামুন সরকার আরো বলেন, জঙ্গীবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগনকে সাথে নিয়ে আমরা জঙ্গীবাদকে মোকাবেলা করবো। এদেশে কোন জঙ্গীদের ঠাঁই হতে পারেনা। তিনি সন্তান কোথায় যায় তা খেয়াল রাখার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।
ইউনিটের সেক্রেটারী অ্যাডভোকেট এমদাদুল হকের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রাহ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, ইউনিট অফিসার মোঃ আবদুল করিম, ইউনিট সদস্য এমএএইচ মাহবুব আলম, মাসুকুল কবির, মোঃ নজরুল ইসলাম শাহাজাদা, আশিকুর রহমান পাঠান, মোঃ বাহারুল ইসলাম মোল্লা, শামীমা মুজিব রিনা, সাফায়েত আলম, যুব প্রধান মোঃ সালাহ উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়, রামকানাই হাই একাডেমী, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভঃ মডেল গালর্স উচ্চ বিদ্যালয়, আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয়, নিয়াজ মুহাম্মদ হাই স্কুল, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, চিনাইর আঞ্জুমানআরা উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগনসহ সমাজের সর্বস্তরের লোকজন অংশ গ্রহণ করেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close