নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে অর্পণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় প্রকাশের পর আজ বৃহস্পতিবার বিকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এটি পূর্ণাঙ্গ রায় না। দুই বিচারপতির রায় প্রকাশ হয়েছে। এখনো এক বিচারপতির রায় প্রকাশ বাকি রয়েছে। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রায় পড়ে আপিল করা হবে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১৬৫ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়। রায়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী একমত পোষণ করে ষোড়শ সংশোধনীতে অবৈধ ঘোষণা করেন এবং আজ এদের রায়ই প্রকাশিত হলো। তাদের সঙ্গে দ্বিমত পোষণকারী বিচারপতি মো. আশরাফুল কামালের রায় এখনো প্রকাশিত হয়নি।