নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি জঙ্গিবাদ সৃষ্টি করে পেছনের দিক দিয়ে ক্ষমতায় যেতে চায়। তাই তারা নির্বাচন চায়। নির্বাচন দিলেই নাকি জঙ্গিবাদ বন্ধ হবে। খালেদা জিয়া আর ক্ষমতায় আসতে পারবে না। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ আজ ঐক্যবদ্ধ।
বৃহস্পতিবার বিকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
জেলা ১৪ দলের আহ্বায়ক আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, ১৪ দলের কেন্দ্রীয় নেতা শিরিন আখতার, দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।