নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক এমপি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী দল থেকে পদত্যাগ করেছেন।
তিনি রংপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বদরগঞ্জ উপজেলা সভাপতি ছিলেন। পদত্যাগের বিষয়টি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী নিজেই নিশ্চিত করেছেন। পদত্যাগ পত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।
তবে তার ঘনিষ্ট সূত্র জানিয়েছেন, বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক জোট বহাল রাখার ঘোরবিরোধী এ নেতা সম্প্রতি ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে তিনি কোনো স্থান পাননি। এ কারণে গত ৯ আগস্ট তিনি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান।