১৭ই আগস্ট, ২০১৬ ইং, বুধবার ২রা ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


পাকিস্তানের কোয়েটায় ফের বিস্ফোরণ


Amaderbrahmanbaria.com : - ১১.০৮.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক হাসপাতালে আইনজীবীদের লক্ষ্য করে হামলা চালিয়ে ৭০ জনকে হত্যার তিনদিনের মাথায় বৃহস্পতিবার পাকিস্তানের কোয়েটায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।


কোয়েটার একটি রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এ আহতের ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, ফেডারেল শরিয়া আদালতের একজন বিচারকের গাড়িবহর সংলগ্ন রাস্তায় এ বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে ১০ জনই বেসামরিক নাগরিক। বাকি চারজন নিরাপত্তা কর্মকর্তা।
এর আগে গত ৮ আগস্ট সোমবার কোয়েটায় বেসামরিক হাসপাতালে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ৭০ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। আহত হন আরও অনেকে। নিহতদের অধিকাংশই ছিলেন আইনজীবী।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, হামলায় ওই বিচারকের কোনও ক্ষতি হয়নি। তিনি অক্ষত আছেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close