শুক্রবার, ১৯শে অক্টোবর, ২০১৮ ইং ৪ঠা কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

শিক্ষক নিয়োগ পরীক্ষা: রংপুরে পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা

জেলা ম্যাজিস্ট্রেট রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছেন। জেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান, শুক্রবার সকাল ১০টায় থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রংপুর নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পরীক্ষা চলাকালে পরীক্ষকেন্দ্রের আশপাশে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতির কারণে আইনশৃঙ্খলা বিঘ্নিত ঘটার আশঙ্কা রয়েছে এমন ধারণাকে উপলব্ধি করে পরীক্ষাকেন্দ্রের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সকল পরীক্ষাকেন্দ্রের ২০০ গজ এলাকার মধ্যে পরীক্ষা চলাকালে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।