বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

সরাইলে মামলা তুলে নিতে বাদীকে হুমকি

Crimeপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী ও তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।
সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের  চাকসার গ্রামে একটি সংর্ঘষ ঘটনায় মামলার সকল আসামীরা আদালত থেকে জামিন নিয়ে মামলার বাদীকে হুমকি দিয়ে আসছে। জামিন লাভের পর মামলার প্রধান আসামী ইজ্জম আলী ও কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ’র গ্রাম পুলিশ ইকবাল প্রতিপক্ষ সাইদ মেম্বারের  ভাইয়ে’র স্ত্রীকে হুমকি দিয়ে দিয়েছে বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন। প্রকাশ্য হুমকিতে গ্রাম পুলিশ ইকবাল জানিয়ে দিয়ে আসছেন দ্রুত মামলা প্রত্যাহার না করা হলে অবস্থা আর খারাপ হবে এ কথা বলেন। একজন গ্রাম পুলিশ কিভাবে একজনের পক্ষ হয়ে কথা বলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জানতে চাইলে কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান তকদির সাথে যোগাযোগ করলে তিনি মন্ত্যব করতে রাজি হয়নি। এই সংর্ঘষের ঘটনায় সরাইল থানা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে। আসামীদের সাথে নিয়ে সরাইল থানার একদল পুলিশ প্রতিপক্ষের বাড়িতে অভিযান চালায়। চাকসার গ্রামের নাম প্রকাশে অনিচ্ছিুক জানান পুলিশের সাথে নোয়াগাও গ্রামের শফিকুল ইসলাম সাথে ছিল। এসময় চাকসার গ্রামের মানুষ আংতকিত হয়ে পড়ে। এই দিকে আজ সোমবার রাতে কালিকচ্চ বাজারে চাকসার গ্রামের  জামাল নামের একজনকে লাঞ্চিত করেছে জিল্লু ও বাবুল নামের দুই প্রভাবশালি।

তবে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে তিনি জানান আসামীদের ধরার ব্যাপারে অভিযান চলছে। ।