বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক ৪ ঘন্টা বন্ধ

sarail pic 31-8-14 (3)----------------মাহবুব খান বাবুল : আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা শাইখ নূরুল ইসলাম ফারুকীর হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবীতে সারা দেশের ন্যায় সরাইলেও অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে। উপজেলা সদরে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত হলেও মহাসড়কে দলটির পিকেটাররা ছিল সক্রিয়। ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক স্থানে কৃষকলীগ নেতা আবদুস সাত্তার, জাতীয় পার্টির নেতা আবদুস সালাম, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাড়িউড়া শাখার সভাপতি মুফতি নূরুল মোস্তফা, ইসলামী ছাত্র সেনার নেতা জাকির হোসেনের নেতৃত্বে বিছানা ও চেয়ার ফেলে লাইন ধরে বসে পড়েন হরতাল কারীরা। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে করে সিএনজি, স্থানীয় ও দূর পাল্লার কিছু বাস সহ মালবাহী অনেক গুলো ট্রাক আটকা পড়ে। মহাসড়কের দুই দিকে বিশাল যানজটের সৃষ্টি হয়। সাধারন যাত্রী ও পথচারীরা চরম দূর্ভোগ পোহান। তবে যে কোন ধরনের সহিংসুতা রোধে সরাইল থানার পাশাপাশি জেলা পুলিশের একটি অংশ সর্বক্ষণ ছিল সতর্ক। ওদিকে সকাল ছয়টা থেকেই উপজেলা সদরের বিভিন্ন স্থান থেকে মিছিল এসে স্থানীয় গরু বাজার এলাকায় জড়ো হয়। এক সময় রাহমাতুল্লিল আল-আমীন মাদ্রাসার সহকারি শিক্ষক নাজমুল হকের নেতৃত্বে গাছের গোল ফেলে পিকেটাররা সরাইল-নাসিরনগর সড়ক বন্ধ করে দেয়। সকাল সাড়ে দশটায় তারা  স্থানীয় বালিকা বিদ্যালয়ের মৌলভী শিক্ষক এ জেড এম সাইদুর রহমানের নেতৃত্বে মিছিল সহকারে বিশ্বরোড মোড়ে অবস্থান নেন। সেখানে আলোচনার পর দোয়া করে তারা কর্মসূচী সমাপ্ত করেন।