নয়াপল্টন থেকে বিএনপি নেত্রী নিপুন রায় গ্রেফতার
অনলাইন ডেস্ক : রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার রাতে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের কাছে নাইটিঙ্গেল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি-পূর্ব বিভাগের সহকারী কমিশনার (এসি) আতিকুল ইসলাম।
নিপুণ রায় চৌধুরী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে।
এর আগে, বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় পুলিশের দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে পুলিশ ও আনসার সদস্যসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ। এতে ৪৮৮ জনকে এজহারে নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে। বিডি-প্রতিদিন