আখাউড়ায় নিখোঁজের পর শিশুর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় আজিম (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।আজ মঙ্গলবার উদ্ধারকৃত নিহত শিশুর হলেন আজিম (৪)। সে উপজেলার রাধানগর গ্রামের রুবেল মিয়ার পুত্র। শরীরে জখমের চিহ্ন থাকায় শিশুটির মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত শিশুর পরিবার জানায়, শিশু আজিমকে সোমবার দুপুর ১২টা থেকে খুজে না পেয়ে এলাকায় মাইকিং করেন তারা। পরে আজ মঙ্গলবার বাড়ির পাশের পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত আজিমের শরীরে জখমের চিহ্ন থাকায় তাদের সন্তানকে কেউ মেরে পুকুরের পানিতে ফেলে দিয়েছে বলে দাবী করেন তারা।
আখাউড়া থানার( ওসি) তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন ঘটনাস্থল বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য উৎঘাটন হবে।








