মঙ্গলবার, ৩০শে অক্টোবর, ২০১৮ ইং ১৫ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

পাকিস্তানি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ক্ষিপ্ত অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে তাল মিলিয়ে দেশটির আম্পায়াররাও দুর্নীতি করতে শুরু করে দিয়েছেন। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এক পাকিস্তানি আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্কের সৃষ্টি হয়েছে। ম্যাচটি ১১ রানে জিতে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। কিন্তু ওই ভুল সিদ্ধান্তের ঘটনা না ঘটলে অজিরা জিততেও পারত। তাই সেই আউট নিয়ে চলছে বিতর্ক।

শুক্রবারের ম্যাচে ১৪৭ তাড়া করতে নেমে ৩য় ওভারেই ডি’অর্চি শর্টকে আউট ঘোষণা করেন পাকিস্তানি আম্পায়ার শোয়াব রাজা। ইমাদ ওয়াসিমের বলে স্ট্রেট ড্রাইভ করেছিলেন অ্যারন ফিঞ্চ। সেটা ওয়াসিমের হাতে লেগে নন স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প ভেঙে দেয়। কিন্তু এমনিতেই বোঝা যাচ্ছিল নন স্ট্রাইকে থাকা শর্ট আউট নন। যখন স্টাম্প থেকে বেল পড়ছে, তখন শর্টের ব্যাট মাটিতে ছিল। কিন্তু সবাইকে হতভম্ব করে শর্টকে রান আউট ঘোষণা করেন পাকিস্তানি টিভি আম্পায়ার!

এই আউট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অজি ক্যাপ্টেন ম্যাক্সওয়েল মজার কথাই বলেছেন। তার মতে, এই অলরাউন্ডারের ধারণা আম্পায়ার ভুল বাটনে চাপ দিয়েছিলেন, না হলে এটা আউট দেওয়া সম্ভব না। তার ভাষায়, ‘আমরা সবাই দেখেছি ওর ব্যাট অবশ্যই লাইনের ভেতর মাটিতে ছিল। হয়তো আম্পায়ার হয়তো ভুল বাটন চেপেছে। আমরা সবাই ভুল করি। কারণ আমরা সবাই ড্রেসিং রুম থেকে দেখেছি। এটা যে নট-আউট ছিল, তাতে কোনো সন্দেহ নেই।’

যুক্তি দিয়ে ম্যাক্সওয়েল আরও বলেন, ‘ভিডিওতে খেলায় করে দেখুন, শর্ট কীভাবে ব্যাট ধরে ছিল। গ্লাভসের ওপর আলতো করে ওভাবে রেখে ব্যাট ভাসিয়ে রাখা খুবই কঠিন। সুতরাং কীভাবে এটা আউট হতে পারে?’

ম্যাক্সওয়েলের এই প্রশ্নের জবাব অবশ্য মেলেনি। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ওয়েবসাইটে রীতিমতো জরীপ শুরু করে দিয়েছে। বিষয় : এটি আউট ছিল নাকি নট-আউট? পাকিস্তান অধিনায়ক সরফরাজকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি অল্প কথায় বলেন, ‘আমি জানি না এই আউট নিয়ে কেন এত প্রতিক্রিয়া হচ্ছে! ওটা পরিষ্কার আউট ছিল।’

এ জাতীয় আরও খবর

রোহিতের একার রানই করতে পারেনি উইন্ডিজ

শুধু পয়েন্টের জন্যই ৫৯ রানে ইনিংস ঘোষণা!

যতদিন বেঁচে থাকবো এই একটা প্রশ্ন থাকবেই : আশরাফুল

সাকিব-মুশফিকের চেয়ে যেখানে ভালো অবস্থানে মাহমুদুল্লাহ

মোস্তাফিজের পর চামেলীর পাশে দাঁড়ালেন জাতীয় দলের আরো এক ক্রিকেটার

বিপিএলে প্রথমবারের মতো যে দলে নেয়া হলো এই আমেরিকান ক্রিকেটার

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কুখ্যাত ম্যাচ ফিক্সারের সঙ্গে কোহলি ও রোহিত শর্মা! (ভিডিও)

নারী ক্রিকেটার চামেলী এখন অর্থাভাবে মৃত্যুশয্যায়