শুক্রবার, ২৬শে অক্টোবর, ২০১৮ ইং ১১ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

ক্যানসারে আক্রান্ত সোনালির নতুন লুক

বিনোদন ডেস্ক : নিউ ইয়র্কে চিকিত্সা চলছে ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের। সদ্য যে ছবিটি তিনি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে উইগ পরে রয়েছেন নায়িকা। তিনি লিখেছেন, কখনও খুব খারাপ পরিস্থিতিতে দারুণ মানুষদের সঙ্গে দেখা হয়ে যায়। এমন কোনও আগন্তুক যে হঠাত্ই আসে এবং বন্ধু হয়ে যায়।…

হেয়ার স্টাইলিস্ট সোনালির জন্য বিভিন্ন রকম উইগ তৈরি করে দিয়েছেন। কোনওটা ছোট চুলের, কোনওটা বা বড়। সব ক’টি লুকই দারুণ পছন্দ হয়েছে অভিনেত্রীর। ওই হেয়ারস্টাইলিস্টকে সোনালি দেবদূত বলেও আখ্যা দিয়েছেন।

ইনস্টাগ্রামে সোনালি লিখেছিলেন, গত কয়েক মাস ধরে আমি কিছু ভাল দিন কাটিয়েছি, কিছু খারাপ। কোনও কোনও দিন এত যন্ত্রণা হত…। আমার মনে হত শারীরিক ব্যথা মানসিক ভাবেও দুর্বল করে দিত। অনেক খারাপ দিন কাটিয়েছি। নিজের সঙ্গে নিজের লড়াই চলত। কিন্তু কেমোথেরাপির পর, অপারেশনের পর ভাল দিন এসেছে।