শুক্রবার, ১২ই অক্টোবর, ২০১৮ ইং ২৭শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

বাংলাদেশের বাজারে ‘সবচেয়ে কমদামি’ হিরো মোটরসাইকেল

বাংলাদেশের বাজারে সবচেয়ে কম দামে ১০০ সিসির বাইক বিক্রি করছে হিরো। মডেল ডিল্যাক্স এইচএফ।

এই বাইকটি হিরোর পরিবেশক নিটল মটরস লিমিটেড বিক্রি করছে ৮২ হাজার ৯৯০ টাকায়। এটি কিক স্টার্টার ভার্সন। এই মডেলটির সেলফ স্টার্টার ভার্সনও পাওয়া যাচ্ছে। যার দাম ৯২ হাজার ৯৯০ টাকা।

হিরো ডিলাক্স এইচএফ বাইকটিতে আছে ৯৭.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এর ক্ষমতা ৬.১৫ কিলোওয়াট। আরপিএম ৮০০০। টর্ক ৮.০২ এনএম।

বাইকটি দেখতে বেশ আকর্ষণীয়। এর টেইলে আছে শক্তিশালী একটি ক্যারিয়ার। যা ব্যাগ, মালপত্র পরিবহনে সহায়তা করবে।

বাইকটি অ্যারো ডায়নামিক ডিজাইনে তৈরি। এর ইঞ্জিনের ঠিক উপরের রয়েছে টুল বক্স। বিশেষ ফিচার হিসেবে রয়েছে সাইড স্ট্যান্ড নোটিফিকেশন।

বাইকটির ফুয়েল ট্যাঙ্ক বেশ মাসকুলার। ট্যাঙ্কের দুপাশে কিছুটা কার্ভড। অ্যানালগ স্পিডোমিটার সমৃদ্ধ এই বাইকের এক্সহস্ট পাইপে সুদৃশ্য মাফলার রয়েছে। এর সিটও বেশ আরামদায়ক। বাইকটিতে ৫ বছরের ওয়্যারেন্টি পাওয়া যাবে।

নিলয় মোটরস লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মুহাম্মদ কারুল হাসান বলেন, ‘যারা কম দামের মধ্যে ১০০ সিসির মোটরসাইকেল কিনতে চান তাদের প্রথম পছন্দ হতে পারে হিরো এইচএফ ডিলাক্স। এতে ভালো মাইলেজ পাওয়া যাবে। এর রক্ষণাবেক্ষণ খরচও কম।’