রবিবার, ৭ই অক্টোবর, ২০১৮ ইং ২২শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

সাকিবের চোটে টেস্ট অধিনায়ক হচ্ছেন রিয়াদ!

স্পোর্টস ডেস্ক : আঙুলের চোটে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ তো বটেই, ওয়েস্ট ইন্ডিজ সফরেও বাংলাদেশ দলের সাথে থাকতে পারবেন না টাইগার টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তাই সাকিবের বদলে ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে। সেক্ষেত্রে অন্য সবার থেকে এগিয়ে আছেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ঘুরেফিরে নাম শোনা যাচ্ছে মুশফিকের।

নিদাহাস ট্রফিতে ফাইনালের আগের চারটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন রিয়াদ। টি-টোয়েন্টি ফরম্যাটের ঐ তিন জাতির সিরিজে তার নেতৃত্বগুণের কারণে অধিনায়কত্বের ক্ষেত্রে সাকিবের অভাব খুব একটা বোধ করতে হয়নি দলকে। এছাড়া রিয়াদের অভিজ্ঞতা আছে টেস্ট নেতৃত্বেও। তাইতো সাকিবের পর বিসিবির প্রথম পছন্দ রিয়াদ।

এছাড়া রিয়াদের পর বিসিবির পছন্দ আছে মুশফিককে নিয়েও। তিন ফরম্যাটেই দীর্ঘদিন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তাই অনেকেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে দেখতে চাচ্ছেন তাকেও। শেষপর্যন্ত রিয়াদ নাকি মুশফিক থাকবেন অধিনায়কের ভূমিকায়, সেটির উত্তর এখন সময়ের হাতে।

বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ দলের একসময়ের খ্যাতনামা অধিনায়ক আকরাম খানের মতে, বিবেচনায় থাকা খেলোয়াড়রা অভিজ্ঞ হওয়ার অধিনায়কত্ব নিয়ে কোনো দুশ্চিন্তা নেই তাদের। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে আকরাম বলেন, ‘যেহেতু সবাই এক্সপিরিয়েন্স খেলোয়াড়, তাই এটা নিয়ে বড় কোনো সমস্যা হবে না। সবাই অধিনায়কত্ব করে আসছে। রিয়াদ অনেক জায়গায় করেছে এবং করছে, মুশফিকও আছে।

এ জাতীয় আরও খবর

সাহসীকতার পুরস্কার পেলেন তামিম

বিরাট কোহলি এবার মার্কিন পর্ন তারকার নজরে

ম্যানইউ থেকে বিদায় নিশ্চিত মরিনহোর!

জীবনটাকে বাংলার জনগণের জন্য উৎসর্গ করেছি

সাহস দেখিয়ে পুরস্কার পেলেন তামিম

বিয়ের গুঞ্জনে বিরক্ত তমা?

বিশ্বকাপের আগে চোটের তালিকা ভাবাচ্ছে বিসিবিকে

বানর দিয়ে বাস চালানোয় বরখাস্ত চালক

৮০০০ কোটি টাকা হারাতে পারেন রোনালদো