অপু বিশ্বাস এবার খোঁচা দিলেন বাংলাদেশি নায়িকাদের!
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দেশের সীমানা পেরিয়ে বর্তমানে কলকাতা চলচ্চিত্রে পাড়ি জমিয়েছেন। দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে ‘শর্টকাট’ ছবি নির্মিত হচ্ছে। এই ছবিতেই এন্ট্রির মাধ্যমে অপু কলকাতা চলচ্চিত্রে যাত্রা শুরু করছেন।
সম্প্রতি শুটিংয়ের ফাঁকে সাক্ষাৎকার দেন জনপ্রিয় এই নায়িকা। সাক্ষাৎকারে অপু বিশ্বাস ‘শর্টকাট’ ছবি, কলকাতার সিনেমা এবং কলকাতায় বাংলাদেশি নায়িকাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে খোলামেলা কথা বলেন।
অপু বিশ্বাস বলেন, ‘কলকাতায় আসার পর আমাদের বাংলাদেশের অনেক আর্টিস্ট আছেন, যাঁরা নিজেকে কিছুটা কলকাতা বানিয়ে ফেলেছেন। কিন্তু আমি পরিপূর্ণ বাংলাদেশি মেয়ে, বাংলাদেশের দর্শকরা আমাকে যেমন পোশাকে এবং চরিত্রে দেখেছে এখানেও তেমনটাই দেখতে পাবে। আমি কলকাতায় এসে কলকাতার পোশাক পরিনি, বাংলাদেশি পোশাকই পরেছি। এটা একটা ভালো ম্যাসেজ।’
তিনি আরো বলেন, ‘আমি মাঝে মাঝে ভুলে যাই, তারা (বাংলাদেশি নায়িকা, যারা কলকাতার সিনেমায় অভিনয় করে) বাংলাদেশি মেয়ে কিনা না। তবে, এক্ষেত্রে আমি জয়া অপুকে ম্যানশন করবো না। যারা কর্মাশিয়াল ছবি করছেন, তাঁরা সম্পূর্ণ কর্মাশিয়াল হয়ে যাচ্ছেন।
বাংলাদেশে ছবি করার সময় তাদের এখানকার মতো এত বেশি কমার্শিয়ালভাবে তুলে ধরা হয় না। কারণ যত কিছুই হোক বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এদেশের সংস্কৃতিটা আমাদেরই বহন করতে হবে। বাংলাদেশি সিনেমা সে দেশেরই একটি অংশ। সুতরাং ওই সংস্কৃতি বিলীন করে অন্য কোনো অংশে আনতে পারি না।’
‘শর্টকাট’ ছবি সম্পর্কে অপু বলেন, ‘এটি প্রাণপ্রিয় নচিকেতা দা’র লেখা। এর বেশি কিছু বলতে চায় না। আমি চাই, দর্শক প্রেক্ষাগৃহে আসুক। সেখানে গিয়ে ‘শর্টকাট’র কাহিনী জানুক।’
অপু বিশ্বাস তার প্রথম কলকাতার ছবি ‘শর্টকাট’ এ একজন মুসলিম তরুণীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় দুই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী।